১৮ মে ২০২৪, শনিবার



বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ

ঢাকা বিজনেস রিপোর্ট || ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩২ পিএম
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ


বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্যাকেজ মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তবে, এই প্যাকেজের মধ্যে কোরবানি বাজেট নেই। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাবের সভাপতি এম শাহাদাত হোসেন।

গত বছরের তুলনায় এবছর প্রায় দেড় লাখ টাকা বেশি খরচ বেড়েছে। গতবছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।

হাবের সভাপতি বলেন, এই প্যাকেজ মূল্যে অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদীনায় বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা। সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা।

এসময় তিনি বেসরকারি ব্যবস্থায় প্রত্যেক হজযাত্রীকে হজ প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির একাউন্টে বা নগদ দিলে পাকা মানি রিসিট নিয়ে পরিশোধের আহ্বান জানান।

প্রসঙ্গত, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন