০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে: ইসি আলমগীর

ঢাকা বিজনেস ডেস্ক || ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম
ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে: ইসি আলমগীর


নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করতে যত রকম বাহিনী দরকার, সে-সব বাহিনী নামানো হবে। অতীতের সব রেকর্ড ভেঙে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।’ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে তিন আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে একটিও যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়। কারও সম্মানহানি যেন না হয়।

মোহাম্মদ আলমগীর আরও বলেন, ‘প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এই দেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।’

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।




আরো পড়ুন