১৮ মে ২০২৪, শনিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

খুলনা বিভাগীয় বইমেলায় উদয় হাকিমের ৩ বই

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
খুলনা বিভাগীয় বইমেলায় উদয় হাকিমের ৩ বই


খুলনার বয়রায় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকালে  বইমেলাটির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।   ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া বইমেলা মেলাটি চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

খুলনা বইমেলাটিতে পাওয়া যাচ্ছে ঢাকা বিজনেস সম্পাদক, লেখক, আবৃত্তিশিল্পী, সাংবাদিক, করপোরেট ব্যক্তিত্ব ও  অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক কোম্পানি ভিসতার পরিচালক উদয় হাকিমের বই।  তাঁর যে-সব বই মেলায় পাওয়া যাচ্ছে, সেগুলো হলো: ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’ ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’ ও ‘রহস্যময় আদম পাহাড়’।

পাঠকদের জন্য প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় আসা দর্শনার্থী, ক্রেতা ও পাঠকদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন