১৭ জুন ২০২৪, সোমবার



‘পদ্মা সেতু’ বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান

ঢাকা বিজনেস ডেস্ক || ২৫ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
‘পদ্মা সেতু’ বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান


সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।

সালমান ফজলুর রহমান শোকবার্তায় জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে তিনি গভীর শোকাহত। ‘পদ্মা সেতু’ বাস্তবায়নে সাহসী ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাছাড়াও দেশব্যাপী শিক্ষা বিস্তারে ও মাদারীপুর জেলার আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নের জন্য মরহুম সৈয়দ আবুল হোসেনের বিভিন্ন উদ্যোগ তাকে চিরস্মরণীয় করে রাখবে।

সালমান এফ রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন (৭২) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  যান তিনি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন