১৮ মে ২০২৪, শনিবার



শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা সংবাদদাতা || ১১ অক্টোবর, ২০২৩, ১১:১০ এএম
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন


চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের পর শাস্তি নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা অঞ্চল কমিটির আহবানে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে শিক্ষকদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মমতাজ খাতুন বলেন, ‘সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এ ব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দূর্ভাগ্যজনক। রবিবার (৮ অক্টোবর) ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এটি শিষ্টাচার বহির্ভূত কাজ। শিক্ষকের সঙ্গে এ আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না।

মমতাজ আরও বলেন, ‘এমন ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে শিক্ষক লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তা না হলে সারা বাংলাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মাকামী মাকছুদা, দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিন জাহান চৌধুরী, খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা দুলালী দাস, সেনহাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরকানন্দ ইউনিয়ন (বি.কে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, বাসমাশিস খুলনা জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা খাতুন ছোট্টমনি প্রমূখ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বাসমাশিসের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুজ্জামান, বাসমাশিস খুলনা অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা র্ঝণা, অঞ্চল কমিটির সদস্য আশীষ কুমার সরকার, সরকারি ইকবালনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লস্কর সোহেল রানা, বাসমাশিস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিটের সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেনসহ খুলনা নগরীর ও জেলা সদরের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিক্ষক/শিক্ষিকা।

ঢাকা বিজনেস/তুরান/এন



আরো পড়ুন