০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



লাইফ স্টাইল
প্রিন্ট

শীতে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
শীতে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে


শীত মানেই প্রকৃতিতে রুক্ষতা আর শুষ্কতা। শীতের এ আগমন কেবল প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে আমাদের মাঝেও। আর শীতের বাতাস বইতে শুরু করলেই তা ঠোঁটের কোমলতাকে নিষ্প্রাণ করে দেয় সবার আগে। তাই শীতে চাই ঠোঁটের বাড়তি যত্ন নিতে ভুলবেন না। ফাটা ঠোঁটে যেমন হাসি ফুটে ওঠে না, এর যন্ত্রণাও কম নয়। শীতের শুরু থেকে যত্ন নিলে পুরোটা সময় ধরে রাখতে পারেন ঠোঁটের কোণে মিষ্টি হাসি।

পেট্রোলিয়াম জেলি
শীতে ঠোঁট ফাটা সবচেয়ে সাধারণ একটি বিষয়। তাই আপনার প্রতিদিনের প্রসাধনীর তালিকায় যুক্ত করে নিন পেট্রোলিয়াম জেলিকে। পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে রাখে মসৃণ। 

ভ্যাসলিন
শীতের শুরুতে অনেকেই ঠোঁট ফাটার পাশাপাশি ঠোঁটের চামড়া ওঠা কিংবা রুক্ষতার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এটি মূলত তাদের ক্ষেত্রে বেশি চোখে পড়ে, যাদের ত্বক তুলনামূলক বেশি রুক্ষ। এক্ষেত্রে ঠোঁটের যত্নআত্তিতে আপনি অনায়াসে যুক্ত করতে পারেন ভ্যাসলিন। এটি যেমন লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁটে স্থায়ী হয়ে থাকে, তেমনি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতেও সহায়তা করে।

লিপবাম
ঠোঁটের কোমলতাকে শীতের হাত থেকে রক্ষা করতে আপনার অন্য অস্ত্র হতে পারে লিপবাম। খুব সহজে সঙ্গে রাখা যায় বিধায় ঠোঁটে শীতের হাওয়ার স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গেই আপনি লিপবাম ব্যবহার করতে পারেন। অন্যদিকে যারা ম্যাট লিপস্টিক কিংবা লম্বা সময় পর্যন্ত লিপস্টিক ঠোঁটে রাখেন, তাদের জন্য ঠোঁটের যত্নে সবচেয়ে সহজ লিপবাম ব্যবহার করা।

গ্লিসারিন
অনেকেই মনে করেন, গ্লিসারিন কেবল হাত-পায়ে কিংবা মুখে ব্যবহার করা যায়। কিন্তু প্রকৃত অর্থে ঠোঁটের যত্নে নানা প্রসাধনীর ভিড়ে গ্লিসারিন অন্যতম। যাদের ঠোঁট তুলনামূলক বেশি ফাটে কিংবা ঠোঁটের ডেড সেল বেশি চোখে পড়ে, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন আর সমপরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাতে লিপজেল কিংবা ভ্যাসলিন ব্যবহার করে নিতে পারেন। এতে লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁট থাকবে মোলায়েম আর কোমল। তাই এ সময় নিজের ঠোঁটের বিশেষ যত্ন নেয়া উচিত।

গোলাপজল
ঠোঁট নরম রাখতে শীতকালে এক চামচ গোলাপজল ও আধা চামচ গ্লিসারিন একসাথে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।এতে শীতকালে ঠোঁট নরম থাকে।

অলিভ অয়েল
ঠোঁটের কোমলতা বজায় রাখতে অলিভ অয়েল দিয়ে দিনে দুবার ম্যাসাজ করতে পারেন,এতে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন।

প্রচুর পরিমাণে জল
শীতকালে ত্বক ফাটার অন্যতম কারণ দেহের পানিশূন্যতা। ত্বককে ভেতর থেকে সজীব রাখতে চাইলে দিনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। প্রতিদিন অন্তত পক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল খান। এর ফলে শরীরের আদ্রতা বজায় থাকবে।

ভিটামিন সি সমৃদ্ধ ফল

শীতকালে শরীরকে সতেজ রাখতে শরীরের বাহ্যিক যত্ন শুধু নিলে হবে না,এর পাশাপাশি শরীরকে ভিতর থেকে সুন্দর রাখতে হবে। শরীরকে ভিতর থেকে সুন্দর করতে গেলে শীতকালে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে। এতে ত্বকের শুষ্ক ভাব কমে যাবে।

দুধ
দুধ অথবা দুধের সর ঠোঁটে লাগিয়ে হালকা হাতে মেসেজ করতে পারেন, এতে ঠোঁট সুন্দর থাকবে।

মধু ও নারকেল তেল
মসৃণ ও নরম করতে আধা চামচ মধু ও আধা চামচ নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। মধু আর নারকেল তেল দুই একসাথে ব্যবহার করলে ঠোঁট নরম ও থাকবে আবার ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব ও বজায় থাকবে।

ঠোঁটের পরিচর্যার ক্ষেত্রে যে ভুলগুলি করবেন না

  • শুকিয়ে গেলে অনেকবারই আমরা জিভ দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে নেই। এই ভুল করা থেকে বিরত থাকুন। এতে ঠোঁটের অনেক বেশী ক্ষতি হয়।
  •  ঠোঁট ফেটে গেলে সেই চামড়াটাকে হাত দিয়ে টেনে তুলতে যাবেন না। এতে ঠোঁটটা খারাপ হয়ে যাবে। ঠোঁটে ক্ষতের সৃষ্টি হবে।
  •  বারবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরবেন না। শীতকালে অনেকেই আমরা এই ভুলটি করে থাকি। কিন্তু ঠোঁটের কোমলতা বজায় রাখতে চাইলে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে।
  •  কখনোই ম্যাটে লিপস্টিক লাগাবেন না ফাটা ঠোঁটে। এটি করলে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায়। ফাঁটা ঠোঁটে সবসময় গ্লসি লিপস্টিক লাগাবেন।
  •  ফাটা ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগাবেন না। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে একটু সানস্ক্রিন লাগিয়ে নিন, কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠোঁটে একটু ফাউন্ডেশন দিন, এরপর ঠোঁটে গ্লসি লিপস্টিক লাগান।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন