১৭ জুন ২০২৪, সোমবার



আর্জেন্টিনার অর্ধেকের বেশি এলাকা অন্ধকারে

আন্তর্জাতিক ডেস্ক || ০২ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
আর্জেন্টিনার অর্ধেকের বেশি এলাকা অন্ধকারে


জাতীয় বিদ্যুৎ গ্রিডে আগুন লাগায় আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আকস্মিক এই ঘটনার জেরে রাজধানী বুয়েনস আয়ার্স, কর্ডোবা, সান্তা ফে এবং মেন্ডোজা প্রদেশসহ আরও কয়েকটি শহর, গ্রামাঞ্চলের বড় অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডে ব্যাঘাত সৃষ্টি করা এই আগুন প্রথমে খোলা মাঠে শুরু হয় বলে শোনা যাচ্ছে। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে অফলাইনে নিয়ে যায়।

ব্ল্যাকআউটের এই ঘটনা এমন এক সময় হলো যখন আর্জেন্টিনায় তাপপ্রবাহ এবং খরা চলছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এখনও গ্রীষ্মের মাস চলছে। এতে করে দেশটির কিছু অংশে তাপমাত্রা ধারাবাহিকভাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই রয়েছে।

বিবিসি বলছে, বিদ্যুতের এই বিভ্রাটের কারণে সৃষ্ট পরিস্থিতি আর্জেন্টিনার কিছু অঞ্চলে দৈনন্দিন জীবনকে স্থবির করে দিয়েছে। সেসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিত রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। অনেককে শীতাতপ নিয়ন্ত্রণ বা রেফ্রিজারেশন ছাড়াই কাজ বা সময় পার করতে হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে গ্রীষ্মের তাপমাত্রা বেড়ে যাওয়ায় লাখো মানুষ কমপক্ষে দুই ঘণ্টা ধরে অন্ধকারে ছিল। রাজধানীতে মেট্টো সিস্টেমের আওতায় সন্ধ্যা ৬টার দিকে বাতিগুলো জ্বলে ওঠে এবং জনসাধারণের পরিষেবাগুলো পর্যায়ক্রমে চালু করা হয়।

খবরে বলা হয়, বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে প্রথম বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে ট্রাফিক লাইট অকার্যকর হয়ে পড়ে এবং বুয়েনস আয়ার্স মেট্টো স্টেশন একেবারে বিদ্যূতবিহীন হয়ে পড়ে।

আর্জেন্টিনার জ্বালানি বিষয়ক আন্ডার সেক্রেটারি সান্তিয়াগো ইয়ানোত্তি বলেন, দেশটিতে উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। বুধবার বুয়েনস আয়ার্সে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন