১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ


দিনাজপুরের হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমেছে। খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজের দাম প্রায় ১০ টাকা কমেছে। ফলে গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে  ৫৫ থেকে ৬০ টাকায়, বর্তমানে সেগুলো বিক্রি হচ্ছে  ৪৫ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত  আছে। কিন্তু পাইকারি ক্রেতা না থাকায় তারা কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) হিলি বাজারে ক্রেতা-বিক্রেতা-আমদানিকারকদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। 

হিলিবাজারে পেঁয়াজ কিনতে আসা বৈগ্রামের আব্দুল কুদ্দুস বলেন, ‘গত সপ্তাহে সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ কিনি প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। আর আজ  ১ কেজি পেঁয়াজ কিনলাম ৫০ টাকায়। পেঁয়াজের মানও মোটামোটি ভালো। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।’ 

হিলিবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, ‘আমরা যখন যে বাজারে যাই, তার ওপর কেজিতে ৫ টাকা লাভ রেখে বিক্রি করি। গত সপ্তাহে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে কিনে ৬০ টাকা কেজি দরে বিক্রি করি।  গতকাল প্রতিকেজি পেঁয়াজ ৪৪ থেকে ৪৫ টাকা কেজি দরে কিনে আজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

আমদানিকারক মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি দিয়ে। কিন্তু পাইকারি ক্রেতা না থাকায় প্রকারভেদে ৪৪ থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘প্রতিদিনই এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি করছেন।’

সোহরাব হোসেন মল্লিক আরও বলেন, ‘গতকাল হিলিবন্দর দিয়ে ১৫টি ভারতীয় ট্রাকে ৪৫৩ মেট্রিক টন ৮৮০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন