১৮ মে ২০২৪, শনিবার



ভারেতর বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর নেপালের

ক্রীড়া ডেস্ক || ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
ভারেতর বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর নেপালের


জিতলেই সুপার ফোর এমন সমীকরণকে সামনে রেখে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল। সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেল স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয় নেপাল। 

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নেপাল। উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার আসিফ শেখ ও কুশল ভুরটেল। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় নেপাল। ২৫ বলে ৩৮ রান করে কুশল ও ভীম শারকি ১৭ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় নেপাল। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ওপেনার আসিফ। দলীয় ১৩২ রানে আউট হওয়ার আগে ৯৭ বলে ৫৮ রান করেন এই ওপেনার। 

আসিফের পরেই সাজঘরের পথ ধরেন গুলসান ঝা। ৩৫ বলে ২৩ রান করেন তিনি। এরপর সমপাল কামি ও সন্দীপ লামিচানের রানের চাকা সচল রাখে নেপাল। ৫৬ বলে ৪৮ রান করে আউট হন সমপাল। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ২৩০ রানে অলআউট হয় নেপাল।     

ঢাকা বিজনেস/এমএ/  



আরো পড়ুন