২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

ইবির ঐক্যমঞ্চের নেতৃত্বে জুঁই-মাহমুদুল

ইবি প্রতিনিধি || ২১ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ এএম
ইবির ঐক্যমঞ্চের নেতৃত্বে জুঁই-মাহমুদুল


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সামাজিক সংগঠন তারুণ্য’র সভাপতি আশিফা ইসরাত জুঁইকে আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন’র সভাপতি মাহমুদুল হাসানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ৬ মাস তারা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে ক্যাম্পাসের জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত ঐক্যমঞ্চের জরুরি সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত পহেলা জানুয়ারি এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সদ্য সাবেক আহ্বায়ক ও আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী।

তিনি জানান, ঐক্যমঞ্চের অধীন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবেন। কমিটি গঠনের ক্ষেত্রে ঐক্যমঞ্চের সদস্য সংগঠনের প্রতিষ্ঠাকালীন জ্যৈষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য-সচিব নির্বাচন করা হয়েছে।

নবনির্বাচিত আশিফা ইসরাত জুঁই বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের একটি প্ল্যাটফর্মে এনে শিক্ষার্থীদের ও সাংস্কৃতিক সদস্যদের যৌক্তিক দাবি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে এগিয়ে যেতে আমাদের অধীন সব সংগঠনের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।

নাজমুল/এইচ



আরো পড়ুন