১৮ মে ২০২৪, শনিবার



শান্ত-মোমিনুলের জোড়া সেঞ্চুরিতে ৬৬১ রানের পাহাড় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ১৬ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
শান্ত-মোমিনুলের জোড়া সেঞ্চুরিতে ৬৬১ রানের পাহাড় বাংলাদেশের


দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হকের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ। ঢাকা টেস্টে জিততে হলে সফরকারি আফগানিস্তানকে  বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে। শুক্রবার (১৬ জুন) প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩৬ রানের লিডকে সঙ্গে দ্বিতীয় ইনিংসে শান্ত-মুমিনুলের সেঞ্চুরিতে তৃতীয় দিন  ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দাপুটে সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত। এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। দুই বছরেরও বেশি সময় পর সাদা পোশাকে সেঞ্চুরির দেখা  পেয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে শান্ত ১২৪ ও মোমিনুল অপরাজিত ১২১ রান করেন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক লিটন দাস। 

সব মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত মুমিনুল হক ১২১ ও অধিনায়ক লিটন আছেন ৬৬ রানে অপরাজিত থাকেন। ফলে এই টেস্টে জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ৬৬২ রান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন