০৪ মে ২০২৪, শনিবার



হিলি দিয়ে বেড়েছে পাসপোর্টযাত্রী পারাপার

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৩ এপ্রিল, ২০২৪, ১১:০৪ এএম
হিলি দিয়ে বেড়েছে পাসপোর্টযাত্রী পারাপার


দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বেড়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে যেখানে এই পথ দিয়ে ২০০ থেকে ২৫০ জন যাত্রী পারাপার হতো, এখন সেখানে সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জনে দাঁড়িয়েছে। আর যাত্রীরা বলছেন, তারা কেউ যাচ্ছেন ব্যবসায়িক কাজে, কেউ বেড়াতে আবার কেউবা চিকিৎসা নিতে। আবার অনেকে কাজ শেষে ফিরে আসছেন। সোমবার (২২ এপ্রিল) হিলি ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রী ও ইমিগ্রেশন ওসির সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। 

ভারত থেকে আসা যাত্রী ঠাকুরগাঁয়ের মো. ফজলুল হক বলেন, ‘কিছুদিন আগে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ১৫ দিন থাকার পর আজ  (২২ এপ্রিল) দেশে ফিরে এসেছি। কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম  শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেবো। আমার সঙ্গে পরিবারও রয়েছে।’

আরেক যাত্রী রাজ কুমার বলেন, ‘আমাকে মাঝেমধ্যে ব্যবসার কাজে ভারতে যেতে হয়। আজ ব্যবসায়িক কাজে ভারতে যাচ্ছি। কাজ শেষ হলেই ফিরে আসবো।’ 

রাজ কুমার আরও বলেন, ‘আমার তো মাল্টিপোল (একাধিকবার) যাওয়া-আসার ভিসা। প্রয়োজন হলেই যেতে পারি। আজ ব্যবসায়ীক প্রয়োজন পড়েছে। তাই যাচ্ছি। আবার দু’একদিনের মধ্যেই ফিরে আসবো।’

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘যাত্রী পারাপার সব মাসে সমান থাকে না। কোনো মাসে কমে, কোনো মাসে বাড়ে। ঈদের আগে গড়ে প্রতিদিন ২৫০ জন যাত্রী যাতায়াত করেছেন। এখন গড়ে প্রতিদিন  ৩৫০ জন যাত্রী যাতায়াত করছেন। পরের মাসে হয়তো আবারও কমে যেতে পারে।’ 

/ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন