আমি যে আলখেল্লা পরিধান করে আছি সেখানে গুঁজে নিতে পারি অনেককিছুই। আমাদের জিডিপি প্রবৃদ্ধি, উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমাজ, নিয়মকানুন, ঘুষ, ডাকাতি, রাহাজানি, বাটপারি, গুম,মিথ্যা, অভিনয় সবকিছু ঢেকে নিতে পারি এই আলখেল্লায়। আমরা প্রত্যেকেই এমন পোশাকে অভ্যস্ত। এমনকি পুরো রাষ্ট্রের পরিহিত এই পোশাক আড়াল করে মধ্যবিত্তের চোখের জল। সেই সাথে গিলে ফেলছে কতশত চিৎকার। বাহিরের এই স্বচ্ছ চেহারা নিয়ে অদম্য উচ্ছ্বাসে বীরদর্পে সমৃদ্ধির পথে হেঁটে চলেছি আমরা। জীবন সুন্দর।
শেয়ার করুন