২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

অধরা ও অন্যান্য

খাদিজা ইভ || ০৯ এপ্রিল, ২০২৪, ১২:০০ এএম
অধরা ও অন্যান্য


অধরা
সমান্তরাল লাইনের পাশ ঘেঁষে বেড়ে ওঠা বুনো ঘাস
ভাঁট ফুলের সমারোহ 
বয়সী শিমুল ফুল
কিংবা রেলস্টেশনের অপেক্ষারত যাত্রী 
সবকিছু পেছনে ফেলে আমরা কেমন অধরা থেকে যাই মহাকালের দিকে।

আলখেল্লা 
আমি যে আলখেল্লা পরিধান করে আছি সেখানে গুঁজে নিতে পারি অনেককিছুই। আমাদের জিডিপি প্রবৃদ্ধি, উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমাজ, নিয়মকানুন, ঘুষ, ডাকাতি, রাহাজানি, বাটপারি, গুম,মিথ্যা, অভিনয় সবকিছু ঢেকে নিতে পারি এই আলখেল্লায়। আমরা প্রত্যেকেই এমন পোশাকে অভ্যস্ত। এমনকি পুরো রাষ্ট্রের পরিহিত এই পোশাক আড়াল করে মধ্যবিত্তের চোখের জল। সেই সাথে গিলে ফেলছে কতশত চিৎকার। বাহিরের এই স্বচ্ছ চেহারা নিয়ে অদম্য উচ্ছ্বাসে বীরদর্পে সমৃদ্ধির পথে হেঁটে চলেছি আমরা। জীবন সুন্দর। 

শিরোনামহীন 
চৈত্রের এই অলস বারান্দায় হাসনাহেনার গন্ধে পূর্ণিমা পূর্ণতা আনতে অক্ষম। এক খন্ড জোছনা খুবলে এনে প্রেমিকার চুলে গুঁজে দিতে পারলে প্রেমিক মন শান্ত হতো সদ্য নেয়ে আসা বালকের উদোম শরীর তুল্য। সময়ের চাকা বেসামাল হয়ে দিকবিদিক করে প্রেমিকের ইচ্ছে। অলস বারান্দায় চৈত্রের অবগাহন প্রস্ফুটিত হয় আলো ছায়ার খেলায়।




আরো পড়ুন