১৯ মে ২০২৪, রবিবার



সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ মে, ২০২৩, ০৯:১৯ পিএম
সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে থাকা দেশগুলোকে সহায়তায় এগিয়ে আসার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রয়োজনীয় তহবিল বিতরণ করে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনী দেশগুলোর এগিয়ে আসা উচিত। অনেক দেশ এখনো পিছিয়ে রয়েছে। তাদের সহায়তা প্রয়োজন।’ বৃহস্পতিবার (১১ মে) ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক  অনুষ্ঠানে তিনি এসব বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যেসব ক্ষেত্রে এখনো উন্নয়ন হয়নি বা যে দেশগুলো স্বাস্থ্যের দিকে খুব বেশি অগ্রগতি করতে পারেনি, সেখানে স্বাস্থ্য ও পুষ্টির সহায়তার জন্য একটি উল্লেখযোগ্য তহবিল গঠন করা উচিত। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া ও একটি আন্তর্জাতিক পরিকল্পনা করা উচিত। এরপর বোঝা যাবে কোন দেশের বেশি প্রয়োজন। এটি নির্দিষ্ট করা যেতে পারে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যেতে পারে। তবে আমি বিশ্বাস করি, আমাদের সবাইকে একসঙ্গে এটি করতে হবে।’

সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন