২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



হিলিতে বেড়েছে আলুর দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৮ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ এএম
হিলিতে বেড়েছে আলুর দাম


দিনাজপুরের হিলিতে আলুর দাম বেড়েছে। পাইকারি বাজারে বেড়েছে প্রতিকেজিতে প্রকারভেদে ৩ থেকে ৪ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে প্রতিকেজিতে ৫ টাকা করে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম। তাই আলুর দাম বেড়েছে। এদিকে, হঠাৎ করে আলুর দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।  শনিবার (৮ এপ্রিল) সকালে হিলি বাজারে আলুচাষি, খুচরাবিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।  

আলু কিনতে আসা ক্রেতা আব্দুর গফুর বলেন, ‘গেলো সপ্তাহে শনিবার ( ২ এপ্রিল) প্রতিকেজি  ২০ টাকা দরে কিনেছিলাম । আর আজ শনিবার ( ৮ এপ্রিল) প্রতিকেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দরে।’ তিনি আরও বলেন, ‘আলু তরকারির একটি প্রধান উপাদান। সবারই কমবেশি আলুর চাহিদা আছে। সেই পণ্যটির দামও দিন দিন বাড়ছে।’

আরেক আলু ক্রেতা মো. রুবেল মিয়া বলেন, ‘আমি লম্বা জাতের ( স্থানীয়) ভাষায় স্টিক  আলু গত সপ্তাহ ২০টাকা কেজি দরে কিনি। আর আজ  ৫ টাকা বেশি দিয়ে কিনতে হলো।‘

হিলি বাজারের খুচরা আলু বিক্রেতা মো. নাসির উদ্দিন বলেন, ‘পাইকারি বাজারে প্রতিমণ গোল আলু কিনতে হচ্ছে প্রকারভেদে ৮৫০ থেকে ৯০০ টাকা দরে। এতে প্রতিকেজি আলুর দাম পড়ে ২২ থেকে ২৩ টাকা কেজি। আর আমরা কেজিতে ১ থেকে ২ টাকা লাভ রেখে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’

পাইকাারি আলু বিক্রেতরা মো. ফেরদৌস রহমান বলেন, ‘হিলিতে আলু আসে মূলত জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল, পাঁচবিবি এলাকা থেকেই বেশি। চাষিরা বলেছেন, এবার ওইসব এলাকার কৃষকেরা সরিষাচাষে আগ্রহী হওয়ায় গেলো বছরের চেয়ে আলুর আবাদ তৃলনামূলক কম হয়েছে। তাই পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে। আমরা পরিবহন খরচ বাদ দিয়ে কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা লাভ রেখে বিক্রি করছি।’

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন