১৮ মে ২০২৪, শনিবার



ক্যাম্পাস
প্রিন্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

খুলনা সংবাদদাতা || ০৭ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব


খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ঘুড়ি উৎসব হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাজু রায়সহ শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। ঘুড়ি উৎসবের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে ওঠে।

প্রসঙ্গত, ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর এতে সহযোগিতা করেছে।  

ঢাকা বিজনেস/তুরান/এম 



আরো পড়ুন