২৯ জুন ২০২৪, শনিবার



হিলিতে ফের বাড়লো পেঁয়াজের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
হিলিতে ফের বাড়লো পেঁয়াজের দাম


দিনাজপুরের হিলিতে সপ্তাহ ব্যবধানে ফের বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। শুক্রবার (১১ আগস্ট) কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে প্রতিকেজি ৩০ টাকা দরে। আমদানিকারকেরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বেশি থাকায় আমাদের বেশি দামে পেঁয়াজ আমদানি করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. মজিবর রহমান বলেন,‌‌‘আমি সপ্তাহে একদিন পেঁয়াজ কিনি। ৩ কেজি পেঁয়াজ নিলেই আমার এক সপ্তাহ পার হয়। গত শুক্রবার কিনেছিলাম ৩০ টাকা কেজি দরে। আজ বাজারে এসে দেখি প্রতিকেজি পিয়াজ ৪০ টাকা। বেশি দাম দিয়ে আজ পেঁয়াজ কিনতে হলো।

পেঁয়াজ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘মোকাম থেকে পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি। ৩-৪ দিন আগেও মোকাম থেকে প্রতিকেজি পেঁয়াজ ২৭ থেকে ২৮ কেজি কিনে ৩০  টাকা কেজি দরে বিক্রি করেছি। গতকাল বৃহস্পতিবার ( ১০ আগস্ট) মোকাম থেকে আমাদের কিনতে হয়েছে ৩৭ থেকে ৩৮ টাকা কেজি দরে। কেজিতে ২ টাকা লাভ করে খুচরা ৪০ টাকা দরে বিক্রি করছি।’ 

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. ইদ্রিস আলী মিঠু বলেন,‘ভারত থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এক সপ্তাহে ২২০ ডলারে পেঁয়াজ আমদানি করি। আর এখন আমদানি করতে হচ্ছে ৩১০ ডলারে। এতে প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ছে প্রায় ৩৪ টাকা। তার সঙ্গে আছে পরিবহন খরচ, লেবার খরচ, বন্দর খরচসহ সরকারি শুল্ক আরডি ( রেগুলেটরি ডিউটি) ৫ শতাংশ ও সিডি ( কাস্টমস ডিউটি) ৫ শতাংশ। সব খরচ দিয়ে প্রতিকেজি পেঁয়াজের দাম ৩৫ থেকে ৩৬ টাকা। আর আমরা বিক্রি করছি ৩৭ থেকে ৩৮ টাকা কেজি দরে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন,‘হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার ( ১০ আগস্ট) এই বন্দর দিয়ে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন