২৯ জানুয়ারী ২০২৫, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || ১১ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-হাবীব


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আজকের পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাগো নিউজের প্রতিনিধি আহসান হাবীব মনোনীত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দুপুরে সমিতির কার্যালয়ে এর গঠনতন্ত্রের ধারা ১৫(ক) এর বিধান অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি-১ হিসেবে মোকছেদুল মুমিন (দৈনিক জনকণ্ঠ), সহসভাপতি-২ আতোয়ার রহমান (দৈনিক আজকের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন রনি (দৈনিক আজকের দর্পণ) ও মোছা. জান্নাতী বেগম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল হাসান (বাংলা ট্রিবিউন), কোষাধ্যক্ষ হিসেবে আসলাম বেগ (দৈনিক শেয়ার বিজ), দফতর সম্পাদক হিসেবে আলমগীর হোসেন (দৈনিক নয়া শতাব্দী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৈয়ব শাহনুর (দৈনিক সময়ের কাগজ) দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া চৌধুরী দিশা (ডেইলি এশিয়ান এইজ) ও এস.এম. মোজতাহীদ প্লাবন (দৈনিক প্রতিদিনের চিত্র)। সমিতির সদ্য সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) ও সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুশফিকুর রহিম স্বপন কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।

ঢাকা বিজনেস/বেগ/এন/ 



আরো পড়ুন