০২ জুন ২০২৪, রবিবার



জামিনে মুক্তি পেলেন ইরানি অভিনেত্রী আলিদুস্তি

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ জানুয়ারী, ২০২৩, ০৮:৩১ পিএম
জামিনে মুক্তি পেলেন ইরানি অভিনেত্রী আলিদুস্তি তারানেহ আলিদুস্তি


জামিনে মুক্তি পেলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। বুধবার (৪ জানুয়ারি)  ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, আলিদুস্তির আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, আলিদুস্তিকে ১৭ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল।  বুধবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে কারামুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলিদুস্তির বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ইরানি চলচ্চিত্রে কাজ করছেন আলিদুস্তি। ২০১৭ সালে অস্কারজয়ী 'দ্য সেলসম্যান' ছবিতে আলিদুস্তির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

দেশটিতে কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেয়। সরকারের ওই ভূমিকার কঠোর সমালোচনা করায় ২০২২সালের ১৭ ডিসেম্বর তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন