০২ জুন ২০২৪, রবিবার



কণ্ঠাভিনয়ে মিথিলা

বিনোদন ডেস্ক || ০৭ মার্চ, ২০২৩, ১০:৩৩ পিএম
কণ্ঠাভিনয়ে মিথিলা


বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় সমান জনপ্রিয় তিনি। ভক্তদের জন্য বহুদিন পর সুখবর নিয়ে এলেন সৃজিতপত্নী।

তবে সুখবর অভিনয়ের নয়, নিজের কণ্ঠ দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। তাও দেশের বাইরে। ভারতের রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। দীর্ঘদিন ধরে শ্রোতাদের মন জয় করে নিয়েছে এ জনপ্রিয় অনুষ্ঠানটি।

এবার এ অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেছেন মিথিলা। শমীতা দাশগুপ্তের লেখা গল্প ‘মৌমাছির শোক’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গল্পটি মূলত ‘ছায়া জগতের গল্প’ বই থেকে নেওয়া। এ প্রসঙ্গে মিথিলা বলেন, 'তিনজন নারীকে ঘিরে এ গল্পের মূল কাহিনি। এ নাটকে মূল তিন নারী চরিত্রের একজনের কণ্ঠে অভিনয় করেছি আমি। আমার কণ্ঠ চরিত্রের নাম রোকসানা। অভিবাসী এক নারীর চরিত্র এটি। খুব ভালো লেগেছে কাজটি করতে। এমন কাজ আরও করতে পারলে নিজেকে আরও ধন্য মনে করব।’ মিথিলা এই প্রথম রেডিওর কোনো গল্পে কণ্ঠাভিনয় করেছেন।

প্রসঙ্গত, সর্বশেষ তার অভিনীত সিনেমা ‘অমানুষ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে, প্রশংসিত হয়েছে মিথিলার অভিনয়।  এখন আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই মিথিলার। তবে অভিনয় ছেড়ে দেননি। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন