টাঙ্গাইলের দানবীর ওয়াজেদ আলী খান পন্নী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সরকারি সা’দত কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল দেশের অ্যারিস্ট্রোকেট ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আসছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
৪নং করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ডা. জাকিয়া ইসলাম, ৪নং করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম।
ঢাকা বিজনেস/এমএ/