১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে বাড়ছে ভ্রমণ-পিপাসুদের ভিড়

আনোয়ার হোসেন বুলু , হিলি (দিনাজপুর) || ১৪ ডিসেম্বর, ২০২২, ০১:৪২ এএম
হিলিতে বাড়ছে ভ্রমণ-পিপাসুদের ভিড়


দিনাজপুরের হিলি জিরোপয়েন্টে ভ্রমণ-পিপাসুদের ভিড় বাড়ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটো নিয়ে ভ্রমণ-পিপাসুরা আসছেন হিলি জিরো পয়েন্ট দেখতে। আবার কেউ বা আসছেন কেনাকাটা করতে। তুলছেন সেলফি।  বিশেষ করে, যেসব ভ্রমণ-পিপাসু বিনোদনের জন্য উত্তরাঞ্চলের পিকনিক স্পর্ট রামসাগর, স্বপ্নুপুরী, ভিন্নজগৎ, দিনাজপুরের রাজবাড়িতে আসেন, তারাই মূলত এক নজর দেখার জন্য আসছেন হিলি জিরো পয়েন্ট দেখতে। 

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় হিলি জিরোপয়েন্টে কয়েকজন ভ্রমণ-পিপাসুর সঙ্গে। তাদেরই একজন আব্দুর রহমান। তিনি এসেছেন টাঙ্গাইল থেকে। ঢাকা বিজনসকে তিনি বলেন, আমরা বাস নিয়ে রংপুর ভিন্নজগতে পিকনিক করতে গিয়েছিলেন। এরফাঁকে দেখতে এসেছি হিলি সীমান্ত দেখতে। আমরা পিকনিকে আসার সময় আমাদের সিদ্ধান্ত ছিলো হিলিতে আসা। তাই হিলিতে আসা। 

রাজশাহী থেকে হিলি জিরোপয়েন্ট দেখতে আসা আব্দুল জব্বার বলেন, ‘দিনাজপুরের রামসাগরে পিকনিক করতে যাচ্ছি। তাই যাওয়ার পথে হিলি জিরো পয়েন্ট থেকে ভারত দেখতে এসেছি। এখান থেকে রামসাগরের পথে রওনা দেবো। রামসাগর আমাদের মূল ভেনু।’ 

রংপুর থেকে সিএনজি নিয়ে আসা মো. গোলাপ হোসেন বলেন, ‘আমরা পহিলিতে এসেছি গরম কাপড় কিনতে। এই ফাঁকে হিলি সীমান্তটাও দেখতে এলাম।’

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ‘প্রতিদিনই পাসপোর্ট-যাত্রীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসুরা হিলি জিরোপয়েন্ট দেখতে আসেন। আবার অনেকে আসেন ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ফেরত গ্রহণ করতে ও বিদায় জানাতে। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন