২৬ জুন ২০২৪, বুধবার



কবে হতে পারে বৃষ্টি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
কবে হতে পারে বৃষ্টি


সপ্তাহখানেক ধরেই তাপদাহে পুড়ছে পুরো দেশ। এই কয়দিনে দেশের তাপমাত্রা ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। রাজধানীসহ উত্তর ও দক্ষিণ অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে চলেছে। চরম গরমে নাভিশ্বাস অবস্থা। এরই মাঝে মঙ্গলবার (১৮ এপ্রিল) কিছুটা স্বস্তির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও ২ দিন তাপদাহ থাকতে  পারে। এরপর শুক্রবার থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ  কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়,  রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু  তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।  আজ সর্বনিম্ন তাপমাত্রা  নওগাঁর বদলগাছিতে রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা বিজনেস এমএ/



আরো পড়ুন