১৯ মে ২০২৪, রবিবার



ফলন বাড়াতে গবেষণার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পিএম
ফলন বাড়াতে গবেষণার নির্দেশ প্রধানমন্ত্রীর


খাদ্যশস্যের ফলন বাড়াতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য কৃষিবিদদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমাদের নিজেদের খাদ্যশস্য উৎপাদন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতেও বাংলাদেশকে ঐতিহ্যগত শস্যের পাশাপাশি নতুন জাতের শস্য উৎপাদন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে, তাই সরকার  দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।’ তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে, আমরা ন্যানো-প্রযুক্তি, বায়ো-ইনফরমেটিক্স, মেশিন, ইন্টারনেট ও অত্যাধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জেনেছি। আমাদের এই প্রযুক্তিগুলো কাজেও লাগাতে হবে।’

কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির স্বাগত বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন