আগামী বছরের এপ্রিলে মালটায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ-মালটা বিজনেস এক্সপো-২০২৫’। শেঙ্গেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ মালটাতে যা হবে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো বিজনেস এক্সপো। যার আয়োজনে থাকছে বাংলাদেশ-মালটা বিজনেস অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং মূল উদ্দেশ্য বিজনেস নেটওয়ার্কিং।
বাংলাদেশ ও মালটার মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই এক্সপো’র আয়োজন করা হচ্ছে। শুধু মালটা বা বাংলাদেশি নয়, যে কোনো দেশের ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজকরা জনান, এরইমধ্যে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও তুরস্কের কিছু ব্যবসায়ী এক্সপোতে অংশ নিতে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের ওই আয়োজনে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমদানি-রপ্তানি, রেডিমেড গার্মেন্টেস, ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, আইটি, শেয়ারমার্কেট, ট্যুরিজম, ট্রাভেল এজেন্ট, নারী উদ্যোক্তা, অ্যাভিয়েশন, ডেস্টিনেশন ওয়েডিং, এডুকেশন, রিক্রুটমেন্ট, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, হোটেল, হেল্থ ও স্কিনকেয়ার, স্পা, কসমেটিকস, মেডিকেল কেয়ার, ফ্রুজেন ফুডস ইত্যাদি খাতের ব্যবসায়ীদের এক্সপোতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বাংলাদেশ মালটা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জেরাল্ড ফিনেক বলেন, ভূমধ্যসাগরের দেশ মালটা’র ভৌগলিক গুরুত্ব অপরিসীম। আগামি বছরগুলোতে এই দ্বীপদেশটি হতে যাচ্ছে ইউরোপের বিজনেস হাব বা বাণিজ্যিক কেন্দ্র। দূরদর্শী ব্যবসায়ী, যারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান, তাদের জন্য মালটা একটি চমৎকার কেন্দ্র। ওদিকে বাংলাদেশও ব্যবসায়িক দিক দিয়ে দ্রুত উঠে আসছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ক্রমান্বয়ে বিশ্ববাজারে প্রবেশ করছে। সব মিলিয়ে এই এক্সপো দুই দেশের ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্য একটি বিরাট সুযোগ। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। ইউরোপের প্রবেশদ্বার হিসেবে মালটাকে ব্যবহার করে ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল ইশতিয়াক জানান, ইউরোপের দ্বীপদেশ মালটা অনেক সম্ভবনাময় একটি ব্যবসা কেন্দ্র। সহজে ব্যবসা করা এবং লাভবান হওয়ার জন্য আদর্শ জায়গা। এখানকার ট্যাক্সেশন, ইনভেস্টমেন্ট পলিসি, ব্যবসায়ের পরিবেশ, ব্যাবসার নিরাপত্তা, প্রফিট মার্জিন সবগুলো প্যারামিটার বাংলাদেশিদের জন্য বিরাট সুযোগ। আমদানি-রপ্তানির জন্যও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা হোটেল, ট্যুরিজম, রিক্রুটিং, ট্রাভেল, স্পা ইত্যাদি ব্যবসায়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য মালটা হতে পারে নতুন এবং লাভজনক একটি ডেস্টিনেশন। এমনকি যারা পরিবারসহ নিরাপদে বসবাস বা বিনিয়োগ করতে চান, জব করতে চান তাদের জন্যও মালটা উত্তম জায়গা ।
মালটা’র রাজধানী ভেলেটায় দু’দিনব্যাপী বিজনেস এক্সপো হচ্ছে শহরের প্রাণকেন্দ্রে। সেখানে পণ্য ও সেবা প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। থাকবে বিজনেস সেমিনার, পরামর্শ সভা, ব্যবসায়ী বৈঠক এবং নানা রকমের এক্সপ্লোরেশন। আয়োজকরা জানান, এক্সপোতে প্রাধান্য পাবে বিনজেন নেটওয়ার্কিং। এছাড়া গুরুত্ব পাবে বিনিয়োগের সুবিধা এবং বিনিয়োগ আকর্ষণ দুটোই।
এ বিষয়ে বিএমবিএ’র পক্ষ থেকে আগ্রহীদের যোগাযোগ করতে আহবান জানানো হয়েছে। আগ্রহীরা সংগঠনের ইমেইল: info@bmba.org.mt; Website: www.bmba.org.mt এবং হোয়াটস অ্যাপ নাম্বারে +35699241016 যোগাযোগ করতে পারেন।