১৮ মে ২০২৪, শনিবার



হিলিবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনজাপুর) সংবাদদাতা || ২৬ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ পিএম
হিলিবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ


 বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতে প্রজাতন্ত্র দিবস ও  শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেন।

জামিল হোসেন চলন্ত বলেন, ‘বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বন্দরের বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে,  শনিবার থেকে  যথারীতি শুরু হবে বন্দরের সব কার্যক্রম।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, ‘বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে অভ্যন্তরে লোড-আনলোড স্বাভাবিক থাকবে।’

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন