২৬ জুন ২০২৪, বুধবার



অক্সেন টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন থ্রি স্টার অ্যাকাডেমি

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ২৩ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
অক্সেন টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন থ্রি স্টার অ্যাকাডেমি


টাঙ্গাইলে অক্সেন-টি টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নলশোঁধা থ্রি স্টার অ্যাকাডেমি। বুধবার (২২ মে)  অনুষ্ঠিত ফাইনালে তারা দশকিয়া আহাদ ক্রিকেট একাদশকে হারিয়েছে ১৬ রানে।  ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন থ্রি-স্টার অ্যাকাডেমির আকাশ।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অক্সেন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন মোরশেদ, বেসরকারি সংস্থা নিরাপদ সমাজের নির্বাহী পরিচালক জয়দেব গোপ, বীণা-পাণি কিশোর সমিতির সভাপতি রাজিব চন্দ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, সদস্য গোপী নাথ বসাক, সঙ্গীত শিল্পী সবুজ বাঙ্গালী প্রমুখ। 

ফাইনাল ম্যাচের মধ্য বিরতিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ লায়ন এম শিবলী সাদিক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম এহ্সানুল হক সুমন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান হৃদয় প্রমূখ। সভাপতিত্ব করেন পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ সরকার। 

মোট ৮টি দল নিয়ে পাথরাইল ফ্রেন্ডস ক্লাব আয়োজন করেছিল অক্সেন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। মাদকমুক্ত যুব সমাজ গঠণ, সাইবার আশক্তি রোধ এবং ক্রীড়াক্ষেত্রে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

স্কোর 
নলশোঁধা থ্রি-স্টার
অ্যাকাডেমি ১৩৫/ ৫ (১০ ওভার)। 
দশকিয়া আহাদ ক্রিকেট একাদশ ১১৯/৫ (১০ ওভার)।



আরো পড়ুন