২৬ জুন ২০২৪, বুধবার



হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা


হজের খরচ কমানো হয়েছে ১১ হাজার ৭২৫ টাকা। একইসঙ্গে  ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।  চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (২২ মার্চ)  ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জন্য সৌদি আরব মিনার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাঁবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে আগের ফি অনুযায়ী নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

এই বিবেচনায় সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকেই এ নিবন্ধন চলবেএ। নতুন সিদ্ধান্তের আগপর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। 

এতে আরও বলা হয়েছে, হজ নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখনপর্যন্ত নির্ধারিত কোটা পূরণ হয়নি। নিবন্ধনের বাকি এখনো সাড়ে ১১ হাজার।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন