২৬ জুন ২০২৪, বুধবার



পেঁয়াজে চলছে কারসাজি: নেপথ্যে কারা

হাকিম মাহি || ২৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
পেঁয়াজে চলছে কারসাজি: নেপথ্যে কারা


বাজারে ঢুকতেই চোখে পড়লো অনেক নারী-পুরুষ পেঁয়াজ বাছতেছেন। চার ভাগে রাখছেন পেঁয়াজগুলো। এক জায়গায় রাখছেন ভারতীয় পেঁয়াজের নষ্টটা, অন্য জায়গায় রাখছেন ভালো পেঁয়াজ। আবার দেশি পেঁয়াজও রাখছেন দুই ভাগে। তবে, ভালো আর খারাপ নয়, দুই জেলার দুইরকম। একটা ফরিদপুরের এবং অন্যটা পাবনার। পাবনার পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেশি। থরে থরে সাজাচ্ছেন পেঁয়াজ। দেখে মনে হবে প্রতিটি দোকানই যেন পেঁয়াজের আড়ৎ। তবে, দাম যেন নাগালের বাইরে। এতক্ষণ বলছিলাম ঢাকার কাওরানবাজারের কথা।

বুধবার(২৩ আগস্ট)সরেজমিনে ঢাকার কাওরানবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং আগারগাঁওয়ের বিএনপি বাজার ঘুরে দেখা যায়,পেঁয়াজের রঙে রঙিন বাজারগুলো। কাওরানবাজারের অনেক পাইকারি দোকানে পেঁয়াজের স্তুপ পড়ে আছে। পেঁয়াজ পচে গন্ধ বের হচ্ছে। বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজের দাম রাখছেন কেজিতে ৭০-৭৫ টাকা। বাংলাদেশি ফরিদপুরের পেঁয়াজের কেজি ৮০ টাকা ও পাবনারটার দাম কেজিতে ৯০ টাকা। 

বিক্রেতারা বলছেন, ভারতে পেঁয়াজ রপ্তানিতে নতুন ৪০ শতাংশ শুল্কায়নের পর বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে। হঠাৎ করেই ৩০-৩৫ টাকা কেজিতে বেড়ে গেছে। আর দেশীয় পেঁয়াজের সরবরাহ কম, তাই দাম একটু বেশি। আর এখন তো পেঁয়াজের মৌসুম না, তাই  দাম বেশি। ক্রেতাদের অভিযোগ, আড়তে পেঁয়াজ পচলেও দাম কমে না। বাজারে পেঁয়াজের অভাব নেই। তাইলে দাম কেন কমে না? ভোক্তা অধিকারের পদক্ষেপ প্রয়োজন।

বিএনপি বাজারের ক্রেতা মাসুম মিয়া বলেন, ‌‘ আমরা সাধারণ রিকশাওয়ালা। ৯০ টাকা পেঁয়াজ হলে কেমনে পরিবার নিয়ে চলবো। পচা পেঁয়াজও ৬৫ টাকা। এখন মনে হয় বাজারে লুট শুরু হইছে।’

কৃষি মার্কেটে পেঁয়াজ কিনতে আসছেন রফিক মৃধা। অনেক্ষণ যাবত ঘুরছেন বাজারের এপাশ-ওপাশ। তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘পেঁয়াজের দাম কোথাও কম নেই। পুরো বাজার ঘুরে দেখলাম। বাজারে এত পেঁয়াজ, তবু দাম কমছে না। কারা এগুলো করছে, কেউ দেখছে না।’

কাওরানবাজারে পাইকারি পেঁয়াজ কিনতে এসেছেন আলাউদ্দিন মিয়া। তিনি টাউনহল বাজারের পেঁয়াজ ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমি আজ ৬ বস্তা পিঁয়াজ নিলাম। ভারতে পেঁয়াজে শুল্ক বাড়ায় সঙ্গে সঙ্গে ২০-২৫ শতাংশ দাম বেড়ে গেছে। এখন বেশি দামে কিনে নিয়ে কম দামে বিক্রি করবো কীভাবে। ভারতীয় পেঁয়াজ পাইকারি কিনে নিলাম ৫৬ টাকা, দেশি পেঁয়াজ ফরিদপুরেরটা ৭০ টাকা ও পাবনার পেঁয়াজের দাম ৭৫টাকা করে কিনেছি।’ 

কাওরানবাজারে পাইকারি পেঁয়াজ বিক্রেতা আলী মিয়া বলেন, ‘ভারতে নতুন শুল্কায়নে দেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ঢাকায় পেঁয়াজ আসছে কম। তাই আমাদেরও বেশি দামে পেঁয়াজ কিনতে হয়। কী করবো বলেন।’

এই বাজারের আরও একজন পেঁয়াজ ব্যবসায়ী রশিদ বলেন, ‘নতুন শুল্কায়নের কথা শুনে ঢাকার বাইরে থেকে ঢাকায় পেঁয়াজ কম আসছে। যা আসে, দাম কমাতে চায় না ব্যবসায়ীরা। আমরা কেজিতে ২-৩টাকা লাভ রেখে বিক্রি করছি।’ 

এদিকে, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, ‘যেদিন খবর আসলো ভারতে পেঁয়াজ রপ্তানিতে নতুন শুল্কায়ন হয়েছে, সেদিন দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলো। কেন বাড়লো? ওইদিনই তো ভোক্তা অধিকারের উচিৎ ছিল অভিযান চালানো বা পদক্ষেপ নেওয়া। পেঁয়াজ ব্যবসায়ীরা যা করছেন, সেটা স্রেফ লুট, ডাকাতি। এরা ব্রিটিশ ব্যবসায়ীদের মতো। সব সুযোগে সব লুট করে নিয়ে যাচ্ছে। ভোক্তা অধিকারের উচিৎ এদের ধরে আইনের আওতায় আনা।’   

জাতীয় ভোক্তা অধিকারের পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার বলেন, ‘আগামীকাল সারাদেশের বন্দরগুলোর সঙ্গে আমাদের ডিজি মিটিং করবেন, সেখানে সব বিয়য়ে সিদ্ধান্ত হবে। পেঁয়াজের বাজার যে অস্থির, সেটা আমরা জেনেছি। কঠিন পদক্ষেপ নিতেই মূলত কালকের মিটিং। তবে, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা মিটিংয়ের পরে বলা যাবে।’   

এদিকে, দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে নতুন শুল্কায়নের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানিকাকরা জানান, ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করার পর সোমবার (২১ আগস্ট) থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। প্রথমদিনে ৫৯ ভারতীয় ট্রাকে ১ হাজার ৭৯১ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। 

ক্রেতারা বলছেন, নতুন এলসির পেঁয়াজ কিনতে হয়েছে প্রকার ভেদে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। আর আজ বিক্রি করছি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে।

পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ভারতে পেঁয়াজের দাম বাড়ায় রপ্তানিতে নিরুৎসাহিত করতে সে দেশের সরকার গত শুক্রবার (১৮ আগস্ট) পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কায়ন আরোপ করে। সেই মোতাবেক রোববার থেকে নতুন শুল্কায়নে এলসি খোলা হয়। এর একদিন পর গতকাল সোমবার (২১ আগস্ট) থেকে নতুন শুল্কায়নের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নতুন করে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সোমবার প্রথমদিনে ৫৯টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৭৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মঙ্গলবার ২৭টি ট্রাকে ৭৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে, এখন আমদানির সঙ্গে ২-৩টা কেজিতে দামও কমছে।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন