আমার মুখে ফুলের হাসি
তোমার মুখটি ভার,
নতুন জামা পাওনি বুঝি
ঈদের উপহার?
মা বলেছেন ঈদের খুশি
ভাগ করে নাও ভাগ,
নতুন জামার জন্য তুমি
রাগ করো না রাগ।
এই জামাটি তোমার জন্য
বন্ধু ভেবে নাও,
বিনিময়ে মিষ্টি হাসি
দাও উপহার দাও!
চলো দুজন ঈদগাহে যাই
দুঃখ ভুলে সব,
ঈদের খুশি ভাগ করে নেই
খুশি হবেন রব!