০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার



পাকিস্তান সফর থেকে ওয়ানডে সিরিজ বাদ দিলো বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম
পাকিস্তান সফর থেকে ওয়ানডে সিরিজ বাদ দিলো বাংলাদেশ


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে ম্যাচ খেলা হবে না। পরিবর্তে, তারা কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুই দলই আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরপর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যাতে দলগুলো বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে।

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে দুই বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা বিশ্ব আসরের প্রস্তুতির জন্য কাজে লাগবে।

এছাড়া, পাকিস্তান বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এটি এফটিপির অংশ নয়, তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই বোর্ড সভাপতির আলোচনায় এই সিরিজ চূড়ান্ত হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে খেলার পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করা। যখন পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে, তখন তারা তিনটি টি-টোয়েন্টি খেলবে।’

জানা গেছে, এই তিনটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। তারিখ নির্ধারণ করা হয়েছে ২০, ২২ ও ২৪ জুলাই। পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে।



আরো পড়ুন