২৮ জুন ২০২৪, শুক্রবার



জমে উঠেছে বাজুস মেলা

মোহাম্মদ তারেকুজ্জামান || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩২ পিএম
জমে উঠেছে বাজুস মেলা


জমে উঠেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস)-এর মেলা। মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলাপ্রাঙ্গণ। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার(০৯ ফেব্রুয়ারি)  রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা(আইসিসিবি)-এর নবরাত্রী হলে মেলা শুরু হয়। চলবে  শনিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত৷

রাজধানীর গুলশান থেকে মেলায় স্বর্ণালঙ্কার কিনতে এসেছেন কাজী শাহিনা। তিনি ঢাকা বিজনেসকে বলেন, তিন ভরি কিনবো। স্বর্ণের মান ভালো। কিছুটা আপাতত কিনেছি।’


মিরপুর থেকে মেলায় এসেছেন শিমু। তিনি বলেন, ‘স্বর্ণের দাম অনেক বেশি। যদিও কিছু দিন আগে  ভরি ১/২ হাজার টাকা কমেছে।’

রাজধানীর পুরান ঢাকা থেকে এসেছেন রিয়াজ উদ্দিন বিপ্লব। তিনি বলেন, ‘এখনো  কিনি নাই। আপাতত  দেখছি।’

মেলায় স্টল নিয়েছে বি. সি. সেন জুয়েলার্স। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার অর্ণব সেন বলেন, ‘গতবারের তুলনায় এখন পর্যন্ত এবার মেলার রেসপন্স ভালো। আগামীকাল মেলা শেষ হওয়ার পর বোঝা যাবে কতটা রেসপন্স পেয়েছি।’

সোল জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারির ম্যানেজার রিপন দাস বলেন, ‘মেলায় লোক সমাগম ভালো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রেসপন্স আরও ভালো পাওয়া যাবে।’



মেলায় স্বর্ণের অলঙ্কারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল রয়েছে। এগুলোতে দেশের ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রর ব্যবস্থা রয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‍্যাফেল ড্র’র কুপন সংগ্রহ করতে হবে।

এদিকে, মেলা প্রাঙ্গণে 'জুয়েলারি শিল্পে সম্ভাবনা চ্যালেঞ্জ ও করনীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস-এর সভাপতি সায়েম সোবহান আনভীর ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ অনেকেই।

বাজুস-এর জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা চাই, সরকার জুয়েলারি খাতের দিকে নজর দিক। আমরা সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এই খাতের উন্নয়নে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এগুলো সরকারকে দূর করার আহ্বান জানাচ্ছি।’

ঢাকা বিজনেস /এনই/




আরো পড়ুন