শেষ এক সপ্তাহে ফুটবল উন্মাদনা শিলং থেকে মানচিত্র ফুঁড়ে আছড়ে পড়েছে বাংলাদেশে। চায়ের কাপে ঝড় উঠছে, পরিকল্পনা হচ্ছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে আশাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো লড়াই একটু বেশিই আবেগের। কয়েক ঘণ্টার অপেক্ষার পর আরেকটি মঞ্চ প্রস্তুত। আজ সন্ধ্যায় বসবে সেই মর্যাদার লড়াই।
ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। মাতামাতি, উত্তেজনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুদেশের সমর্থকদের তর্কবিতর্কের পারদ জমা ম্যাচটিতে বাংলাদেশের আশা হামজা চৌধুরি।
প্রিমিয়ার লিগে খেলে আসা হামজাকে ঘিরেই স্বপ্ন। তাকে নিয়েই সাজানো হচ্ছে একাদশ। ধারণা করা হচ্ছে, শক্তিমত্তায় এগিয়ে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা আজ ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাবেন। হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রী, জামাল ভুঁইয়া বনাম রাহুল ভেকের লড়াইয়ে গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকবে মিতুল মারমার ওপর।
প্রথম একাদশে থাকবেন হামজা, জামাল ও তপুরা। রক্ষণের দায়িত্ব পড়বে দুই অভিজ্ঞ ফুটবলার তপু বর্মণ ও তারিক কাজির। রাইট ব্যাকে কোচের ভরসার নাম সাদ উদ্দিন আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। হামজাকে দেখা যাবে ডিফেন্সিভ মিডফিল্ডে। সেখানে তার সঙ্গী অধিনায়ক জামাল ভূঁইয়া ও হৃদয়। ফরোয়ার্ড লাইনে দুই ইয়াংস্টার শেখ মোরসালিন আর আল আমিনের সঙ্গী অভিজ্ঞ রাকিব।
এই ম্যাচে ভারতের অন্যতম ধাক্কা লিস্টন কোলাসোর না থাকা। তার বদলে এসেছেন উদান্তা সিং। তবে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন। তাছাড়া স্প্যানিশ কোচ মানালো মার্কেজও কষেছেন কঠিন ছক। ঘরের মাঠে তাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট এবং বাছাই পর্ব পেরোনো। বাংলাদেশেরও অভিন্ন লক্ষ্য। শক্তিমত্তা, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম যদিও ভিন্ন কিছু বলে, তবে মাঠের লড়াইয়ে আজ উন্মাদনা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
পরিসংখ্যানে অবশ্য ভারত এগিয়ে। ১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত দুই দেশ ২৬ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মাত্র তিনবার জিতেছে বাংলাদেশ। ১০টি ম্যাচ ড্র হয়। বাকি ১৩টিতে জিতেছে ভারত। বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি লাল-সবুজদের সুখস্মৃতি। আজ কি সুখস্মৃতির সেই মুকুটে আরেকটি পালক জড়াতে পারবেন জামাল-হামজারা, সময় দেবে উত্তর।