০২ এপ্রিল ২০২৫, বুধবার



মে মাসের মাঝামাঝি সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প

ঢাকা বিজনেস ডেস্ক || ৩১ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম
মে মাসের মাঝামাঝি সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন।  রোববার (৩০ মার্চ) দুই মার্কিন কর্মকর্তা এবং ট্রাম্পের ভ্রমণ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাম্প্রতিক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের এবং সৌদি প্রতিপক্ষের মধ্যে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন।

এর আগে গত ৬ মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি সৌদি আরব যাচ্ছি। কিন্তু কবে নাগাদ তিনি যাবেন তা উল্লেখ করেননি। 

সৌদি আরব সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প জানান, তিনি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে তার সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য। 

ট্রাম্প আরও বলে, আমি বলেছিলাম আপনারা (সৌদি আরব) যদি আমেরিকান কোম্পানিগুলোকে এক ট্রিলিয়ন ডলার দেন, চার বছরের জন্য এক ট্রিলিয়ন ডলারে ক্রয় করতে সম্মত হন তাহলে আমি যাব। তারা এটি করতে সম্মত হয়েছে, তাই আমি সেখানে যাচ্ছি। ’

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এখন পর্যন্ত বিদেশ সফর করেননি ট্রাম্প।  তবে তিনি তার আগের মেয়াদে ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর সৌদি আরবে প্রথম সফরে যান। 

সম্প্রতি তিনি বলেছেন, ২০১৭ সালে তিনি তার প্রথম সফরে ব্রিটেনের পরিবর্তে সৌদি আরব সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন।  কেননা, আরব রাজ্য ৪৫০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। 

ট্রাম্প সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছেন। গত ডিসেম্বরে ট্রাম্প অর্গানাইজেশন জেদ্দায় ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে।



আরো পড়ুন