১৯ মে ২০২৪, রবিবার



আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা দর্জিপাড়ায়

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ৩০ মার্চ, ২০২৪, ০৮:০৩ পিএম
আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা দর্জিপাড়ায়


পবিত্র রমজান শেষের পথে। দুয়ারে কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদের দিনের প্রধান আকর্ষণ  পোশাক ও সেমাই। তাই পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের হিলির দর্জিরা। তাদের এখন দম ফেলারও সময় নেই। তারা তৈরি করছেন ছেলেদের পাঞ্জাবি, পায়জামা; মেয়েদের সালোয়ার কামিজ  আর থ্রিপিচ। 

শনিবার (৩০ মার্চ)  হিলি বাজারে কাপড় কেনার পর সেলাই করার জন্য এসেছেন মোছা. মরিয়ম বেগম। তিনি বলেন, ‘আমি স্বামী দিনমজুরের কাজ করে। কোনো মতে সংসার চলে। ঈদে নিজেদের নতুন কাপড় হোক বা না হোক ছেলে-মেয়েদের নতুন কাপড় কিনতে দেওয়ার চেষ্টা করি প্রতি রোজার ঈদে। তাই টাকা পয়সার কারণে একটু দেরিতে কাপড় কিনতে হয় এবার।’ 

মরিয়ম বেগম আরও বলেন, ‘আজ শনিবার (৩০ মার্চ) কাপড় কেনার পর টেইলার্সের দোকানে এসেছি। কিন্তু টেইলার্স মালিক বলছেন, এখন আর অর্ডার নেওয়া সম্ভব না। তাই ফিরে যাচ্ছি। দেখি গ্রামের টেইলার্সগুলোর কী অবস্থা? তাদের কাছ থেকেই এখন সেলাই করে নিতে হবে। তাছাড়া তো উপায় নেই।’

আরেকজন মোছা. নাবিল আক্তার বলেন, ‘বাজার থেকে থ্রিপিস কিনেছি। টেইলার্স থেকে শুধু ফিটিং করে নিতে হবে। কিন্তু কোনো টেইলার্স করে দিচ্ছে না। তারা বলছেন, হাতে সময় নেই। আরও আগে আসতে হতো। দেখি এখন কী করা যায়?’ 

হিলি বাজারের বাদশা টেইলার্সের কারিগর মো. নুর ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের হাতে প্রচুর কাজ জমে আছে। তাই আমাদের মালিক নতুন কাপড় তৈরির অর্ডার নিচ্ছেন না। কারণ শুধু অর্ডার নিলে তো হবে না। সময়মতো সরবরাহ করতে হবে। তাই নতুন কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। আমাদের মালিক ১৫ রোজার পর থেকেই নতুন অর্ডার নেওয়া বন্ধ রেখেছেন।’
ঢাকা বিজনেস/এনই/ 




আরো পড়ুন