১৯ মে ২০২৪, রবিবার



গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চলছে: ইসরায়েল

ঢাকা বিজনেস || ১৮ মার্চ, ২০২৪, ০১:০৩ পিএম
গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চলছে: ইসরায়েল


গাজার মূল হাসপাতাল আল শিফায় ইসরায়েলের অভিযান চলছে। ইসরায়েলের সেনাবাহিনী সোমবার (১৭ মার্চ) এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হামাসের সিনিয়র সদস্যরা ভবনটি ব্যবহার করছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যরা বর্তমানে আল শিফা হাসপাতালে সুনির্দিষ্ট হামলা পরিচালনা করছে।  সিনিয়র হামাস সন্ত্রাসীরা এই হাসপাতাল ভবন ব্যবহার করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা। গতবছরের নভেম্বরেও ইসরায়েল এই হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া ভবনটি ইসরায়েলী ট্যাংক ঘিরে রেখেছে।

ইসরায়েল বার বার অভিযোগ করে আসছে, হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু হামাস বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং  হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।



আরো পড়ুন