১৮ মে ২০২৪, শনিবার



নতুন ট্রেড লাইসেন্স হবে ৫ বছরের: তাপস

স্টাফ রিপোর্টার || ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
নতুন ট্রেড লাইসেন্স হবে ৫ বছরের: তাপস


আগে ব্যবসায়ীদের বছর বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হতো বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘এটি ছিল একটি প্রতিবন্ধকতা। এখন আমরা ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু করবো।’

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এমসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুনঃনবায়ন ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘সেবা ঢাকা দক্ষিণ সিটির সব ব্যবসায়ী ও উদ্যোক্তার জন্য। ট্রেড লাইসেন্স সেবা এখন থেকে অনলাইনে হবে। আর কষ্ট করে কাউকে দৌড়াদৌড়ি করে ট্রেড লাইসেন্স অফিসে যেতে হবে না।’

তাপস বলেন, ‘ট্রেড লাইসেন্স বাংলা ও ইংরেজি দুই ভার্সনেই প্রস্তুত করা হবে। ঢাকা ১০টি অঞ্চলের সব গ্রাহককে একসঙ্গে আমরা সেবা দিতে প্রস্তুত। প্রয়োজনে ট্রেড লাইসেন্স মেলার আয়োজন করবো। নারী উদ্যোক্তাসব সব উদ্যোক্তা এই সেবা পাবেন।’

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আমরা নগরপিতা হতে চাই না, সেবক হতে চাই। স্মার্ট গভর্নেন্স হবে ঢাকা দক্ষিণের। ফ্লাইওভারের নিচের সব ইলিগ্যাল স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। প্রথমেই আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের কাজ ধরবো।’ 

পুরান ঢাকার উন্নয়নের সুসংবাদ দিয়ে মেয়র বলেন, ‘আমরা পুরান ঢাকাকে পর্যটন বান্ধব করবো। নদীর পাড় দিয়ে নদী ও শহর একসঙ্গে উপভোগ করা যাবে। পুরান ঢাকা আর বিস্ফোরণের জায়গা হবে না।’

কামরাঙিরচরের উন্নয়নের ঘোষণাও দিয়েছেন মেয়র। তিনি বলেন, ‘কামরাঙিরচরে নান্দনিক সেতু হবে। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হবে সাংহাইয়ের মতো।’

অনুষ্ঠানে মতিঝিলকে পুনর্জীবিত করার ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, 'মতিঝিল ও চকবাজারকে পুনর্জীবিত করবো আমরা। পরিচ্ছন্ন বাণিজ্য অঞ্চল হবে চকবাজার। মালামাল নিয়ে গাড়ি যেন প্রবেশ করতে পারে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা আরিফুল হক, এমসিসিআইয়ের  সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি ফারুক আহমেদসহ ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

ঢাকা বিজনেস/মাহি/এনই 



আরো পড়ুন