১৮ মে ২০২৪, শনিবার



ভারতীয় সজনে ডাঁটার ডাঁট ভারী, ভিমরি খাচ্ছেন ক্রেতারা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৫ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম
ভারতীয় সজনে ডাঁটার ডাঁট ভারী, ভিমরি খাচ্ছেন ক্রেতারা


বাজারে এখনো উঠেনি দেশি সজনে ডাঁটা। তবে, চাহিদা থাকায় দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি করছেন ব্যবসায়ীরা। এসব সজনে ডাঁটার দামও তুলনামূলক বেশি। তাই বিক্রিও হচ্ছে কম। ব্যবসায়ীরা আমদানি করা এসব সজনে ডাঁটা ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করছেন। 

হিলি বাজারের সবজি বিক্রেতারা বলছেন, এখানে এত বেশি দামে সজনে ডাঁটা কেনার ক্রেতা খুবই কম। নতুন তরকারি হিসেবে ৫০০ গ্রাম বা ২৫০ গ্রাম করে কিনছেন দু’চার জন। বিক্রেতরাদের সঙ্গে একই সুর মেলাচ্ছেন ক্রেতারাও। আর আমদানিকারকেরা বলছেন, স্থানীয় বাজারে এত দামে সজনে ডাঁটা কেনার ক্রেতা কম।  তারা মূলত ঢাকাসহ বড় বড় মোকামে  এসব সজনে ডাঁটা সরবরাহ করার জন্যই আমদানি করেছেন। 

মঙ্গলবার (৫ মার্চ ) বিকেলে হিলি বন্দরের কথা হয় স্থানীয় বাসিন্দা মো. শফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে এসেছি সবজি কিনতে। প্রায় সব সবজিই কেনা শেষ। হঠাৎ একটি দোকানে দেখি নতুন সজনে ডাঁটা। দোকানদার বললেন, এসব ভারত থেকে আমদানিকরা করা। ২০০ টাকা কেজি বিক্রি করেছি। তাই নতুন হিসেবে ১০০ টাকা দিয়ে ৫০০ গ্রাম সজনে ডাঁটা নিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার দেখাদেখি আরেকজনও ৫০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কিনলেন।’ 

সবজিবিক্রেতা মো. হাফিজুল ইসলাম বলেন, ‘আমি দোকানে আলু, বেগুন, টমোটোসহ অন্যান্য সবজির পাশাপাশি বাজারে আসা মৌসুমের নতুন সজনে ডাঁটা আজ ২০ কেজি তুলেছি। দোকানে একটি আইটেম বেড়েছে। তবে  একটু দাম বেশি। ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

হাফিজুল ইসলাম আরও বলেন, ‘দাম বেশির কারণে ইচ্ছে থাকলেও সব ক্রেতা সজনে ডাঁটা কিনছেন না। দু’চার জন কিনছেন । তাও পরিমাণে কম। ২৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কিনছেন তারা।’

হিলি বন্দরের সজনে ডাঁটা আমদানিকারক মেসার্স খাঁন ট্রের্ডাসের প্রতিনিধি মো. মাহাবুব হোসেন  বলেন, ‘বেশকিছুদিন ধরেই হিলি বন্দর দিয়ে সজনে ডাঁটা আমদানি হচ্ছে। আমাদের মতো আরও কয়েকজন আমদানিকারক সজনে ডাঁটা আমদানি করছেন।’ 

মাহাবুর হোসেন আরও বলেন, ‘এখন আমরা প্রতি মেট্রিক টন সজনে ডাঁটা ১৫০ ডলারে আমদানি করেছি। টাকার হিসাবে প্রতি মেট্রিক টনের দাম পড়েছে ১৮ হাজার টাকা। আর প্রতিকেজি সজনে ডাঁটার দাম পড়েছে ১৮০ টাকা । এরসঙ্গে আছে সরকারি ভ্যাট, ট্যাক্স, পরিবহন খরচ, লেবার খরচসহ অন্যান্য খরচ। সবদিয়ে  ১৮৫ টাকা কেজি পড়ে। আমরা প্রতিকেজি সজনে ডাঁটা পাইকারি ১৯০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে আমদানির সজনে ডাঁটার সিংহভাগই চলে যাচ্ছে ঢাকাসহ বড় বড় মোকামে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘বেশকিছু দিন ধরেই এই বন্দর দিয়ে সজনে ডাঁটা আমদানি অব্যাহত আছে। তবে বর্তমানে একটু বেড়েছে। সজনে ডাঁটা কাঁচাপণ্য । তাই কাস্টমসের যাবতীয় প্রক্রিয় শেষে  দ্রুত খালাসের ব্যবস্থা রেখেছে পানামা পোর্ট কর্তৃপক্ষ।’ 

এদিকে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হিলিবন্দর দিয়ে ৪০টি ভারতীয় ট্রাকে ৩৭০ মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করা হয়েছে। 

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন