১৭ জুন ২০২৪, সোমবার



মেরিন ড্রাইভে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুর নিহত

কক্সবাজার প্রতিনিধি || ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৩২ পিএম
মেরিন ড্রাইভে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুর নিহত


কক্সবাজারের টেকনাফ মেরিনড্রাইভ সড়কে পানভর্তি পিকআপ উল্টে হাসান আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক  বলেন, ‘উপজেলার শিলখালী বাজার থেকে পানভর্তি একটি পিকআপ টেকনাফ সদরের উদ্দেশে রওনা দেয়। বাহনটি অভ্যন্তরীণ সংযোগ হয়ে মেরিনড্রাইভ সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে পিকআপ চাপায় ৪ জন আহত হন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিহত হাসান আহমদ টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ছৈয়দ আহমদের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। তারা দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানের শ্রমিক ছিলেন। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন।’ মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা বিজনেস/তাফহীমুল/এন/



আরো পড়ুন