১৮ মে ২০২৪, শনিবার



কালিয়াকৈরে শ্রমিক নিহত, রাস্তা অবরোধ-ভাঙচুর

কালিয়াকৈর সংবাদদাতা || ২২ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
কালিয়াকৈরে শ্রমিক নিহত, রাস্তা অবরোধ-ভাঙচুর


গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় একজন শ্রমিক বাসচাপায় নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালবাথান এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একজন শ্রমিক বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার জন্য রওনা দেন। এসময়  ওই শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে  চলে যায়। ঘটনাস্থলেই শ্রমিকের মৃত্যু হয়। 

এদিকে, মর্মান্তিক  দুর্ঘটনার খবর পেয়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা বন্ধ করে দেন। এ সময় পাশে থাকা যানবাহন ভাঙচুর করেন তারা। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভ করতে থাকেন মহাসড়কের ওপরে। এখনো বিক্ষেভের কারণে যানজট রয়েছে। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। তবে পরিস্থি শান্ত করার চেষ্টা চলছে।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন