১৭ জুন ২০২৪, সোমবার



হিলিতে তেজ বেড়েছে আদার, কেজিতে ৫০ টাকা

আনোয়ার হোসেন বুলু , দিনাজপুর || ০৫ মার্চ, ২০২৪, ১২:০৩ পিএম
হিলিতে তেজ বেড়েছে আদার, কেজিতে ৫০ টাকা


দিনাজপুরের হিলিতে ৩ দিনের ব্যবধানে আদার দাম বেড়েছে।  মানভেদে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে আদার। ৩ দিন আগে রোববার (৩ মার্চ) প্রতিকেজি বিক্রি হয়েছে ১৫০ টাকা। আর মঙ্গলবার (৫ মার্চ) বিক্রি হচ্ছে মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, সামনে পবিত্র রামজান মাস। এভাবে যদি আদার দাম বাড়তে থাকে, তাহলে মধ্যবিত্তের পক্ষে আদা কেনা অসম্ভব হয়ে পড়বে। বিক্রেতা বলছেন, হিলিবাজারে যেসব আদা বিক্রি হয়, সবই ভারত থেকে আমদানি করা। আমদানিকারকদের কাছে থেকে বেশি দামে কেনার কারণেই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। 

মঙ্গলবার হিলি বাজারে আদা কিনতে এসেছেন আব্দুল গফুর। তিনি বলেন, ‘সামনে রোজার মাস। তাই বাজারে এসেছিলাম। আগাম কিছু রমজানের সামগ্রী কিনতে। কিন্তু আদার দাম শুনে তো চোখ কপালে উঠে গেলো। ৩ দিন আগে প্রতিকেজি আদা কিনেছি ১৫০ টাকা দরে। আর আজ মানভেদে ১৮০ থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে।’  

আব্দুল গফুর আরও বলেন, ‘আগে জানলে তো ৩ দিন আগেই একটু বেশি করে আদা কিনে রাখতাম। অন্তত কেজিতে ৫০ টাকা সাশ্রয় হতো। এখন আর বাড়তি টাকা গুনতে হতো না।’ 

আরেক ক্রেতা মোছা. আকতারা বানু বলেন, ‘আমি নিজেই সংসারের খরচ করি। বাজারের পাশে বাড়ি হওয়ায় প্রতিদিনই বাজারে করতে আসি। আজ এসেছিলাম রোজার জন্য ছোলা, খেসারির ডালসহ কিছু মসলা কিনতে। কিন্তু আদার দাম যে এতটা বাড়বে, বুঝতে পারিনি।’ 

আকতারা বাবু আরও বলেন, ‘গত রোববার প্রতিকেজি আদা কিনে  ১৫০ টাকা কেজি দরে। আর আর মঙ্গলবার কিনলাম ২০০ টাকা কেজি দরে। ১৮০ টাকা কেজির আদাও আছে। তবে সেগুলো সাইজে একটু ছোট।’

পাইকারি আদা বিক্রেতা মো. ফেরদৌস রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি বাজারে যেসব আদা বিক্রি হয়, তার সবাই ভারতীয়। ভারতে হয়তো আদার দাম বেড়েছে। প্রভাব পড়ছে বাংলাদেশে। আগে আমরা আমদানিকারকদের কাছ থেকে প্রতিকেজি আদা মানভেদে ১৩০ টাকা কেজি দরে কিনে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেছি।’

ফেরদৌস রহমান আরও বলেন, ‘গতকাল সোমবার (৪ মার্চ) আমদানিকারকদের কাছ থেকে কিনেছি মানভেদে প্রতিকেজি আদা ১৭০ থেকে ১৮০ টাকা দরে। আর  আমরা খুচরা বিক্রি করছি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।’  

এদিকে, হিলি কাস্টমস সূত্রে জানা গেছে , গেলো ফেব্রুয়ারি মাসে হিলিবন্দর দিয়ে ৬৩টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬৩ মেট্রিক টন আদা আমদানি হয়েছে।  

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন