০২ জুন ২০২৪, রবিবার



চিলিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক || ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম
চিলিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাত


দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্যাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১টা ৩১ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, চিলির ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, দেশটির লা সেরেনার উত্তর-উত্তর-পশ্চিমে ১২৩ কিলোমিটার (৭৬ মাইল) দূরে এই কম্পনের উৎপত্তি হয়। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার নিচে।

এদিকে ফেব্রুয়ারির প্রথম দিকে চিলিতে ভয়াবহ দাবানলে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারান। দেশটির ভালপারাইসো অঞ্চলে দাবানলের ভয়াবহ এ পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন।



আরো পড়ুন