০২ এপ্রিল ২০২৫, বুধবার



রাজধানীর ফ্লাইওভার থেকে দেয়াল লিখন-পোস্টার সরানোর নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
রাজধানীর ফ্লাইওভার থেকে দেয়াল লিখন-পোস্টার সরানোর নির্দেশ হাইকোর্টের


রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে দেয়াল লিখন ও পোস্টার ২ সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের  ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। 

আদেশে আদালত রাজধানীর ফ্লাইওভারগুলোতে  দেয়াল লিখন ও পোস্টার লাগানোয় জড়িতদের বিরুদ্ধে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ এর ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, ৭ দিনের মধ্যে একটি মনিটরিং টিম গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করবে।

ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আদেশের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

আদালতে রিটের পক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।  

রাজধানীর ফ্লাইওভারগুলোতে দেয়াল লিখন ও পোস্টার সরানোর নির্দেশনা চেয়ে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে গত বৃহস্পতিবার রিট দায়ের করেন আইনজীবী মো. সরওয়ার আহাদ ও রিপন বাড়ৈ।  

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন