২৬ জুন ২০২৪, বুধবার



ক্লাব হকি: টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন মেরিনার্স

ক্রীড়া ডেস্ক || ০৩ মার্চ, ২০২৪, ১২:০৩ এএম
ক্লাব হকি: টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন মেরিনার্স


টানা দ্বিতীয় বারের মতো হকি ক্লাব কাপের শিরোপা জিতেছে মেরিনার্স ইয়াংস ক্লাব। তারকা সমৃদ্ধ আবাহনীকে তারা হারিয়েছে ২-০ গোলে। শনিবার (২ মার্চ) মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় দলে থাকা ১০ খেলোয়াড়কে নিয়ে ম্যাচের শুরু থেকেই মেরিনার্সের ওপর চড়াও হয় আবাহনী। চলে একের পর এক আক্রমণ। যদিও প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি আকাশি-নীলরা।

বিরতি শেষে দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটেই ভারতীয় খেলোয়াড় দীপাকের গোলে এগিয়ে যায় মেরিনার্স। এরপরই পুরো ছন্দ ফিরে পায় বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক ফজলে হোসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

তাতেই ২-০ ব্যবধানের জয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে মেরিনার্স ইয়াংস ক্লাব। এর আগে ২০২১ সালেও আবাহনীকে ২-০ গোলে হারিছিল তারা।



আরো পড়ুন