২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



কালিয়াকৈরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

কালিয়াকৈর সংবাদদাতা || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৯ পিএম
কালিয়াকৈরে  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি


গাজিপুরের কালিয়াকৈরে লাগামহীন হয়ে পড়েছে নিত্য পণ্যের বাজার। চাল, ডাল, তেলসহ সকল পণ্যের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেত হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এলাকার বিভিন্ন হাট বাজরে গিয়ে দেখা গেছে  বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পণ্য।  

কালিয়াকৈর হাটে, সফিপুর বাজারে ও লতিফপুর কাঁচা বাজারে আলু প্রতি কেজি ৫০ টাকা, পেঁয়াজ ৮০  থেকে ৯০টাকা, চিনি ১৩৫ টাকা, সয়াবিন তেল ১৭০থেকে১৮০( বোতলজাত) টাকা ও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে  ১৬০ টাকা লিটার দরে । 

উপজেলার চন্দ্রাতে কথা হয় অটোচালক আতাউর রহমান ও জাহাঙ্গীর আলম এর সঙ্গে তারা বলেন, ‘জিনিসের দাম কম নির্ধারণ করে দিলেও কিনতে  গেলে আগের দামই রাখছেন ব্যবসায়ীরা।’

ব্যবসায়ী হান্নান মিয়া বলেন,‘সরকার কম মূল্য নির্ধারণ করে দিলেও আমাদের বেশি দিয়ে কিনে আনতে হয় সেজন্য আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি  ইবনে সাজ্জাদ বলেন, ‘কোথাও যদি সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রি হয় ও এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন