১৮ মে ২০২৪, শনিবার



বন্দি বিনিময়ের জন্য গাজায় যুদ্ধবিরতি দেবে ইসরায়েল

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
বন্দি বিনিময়ের জন্য গাজায় যুদ্ধবিরতি দেবে ইসরায়েল


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইসরায়েল বন্দি বিনিময়ের জন্য দুই মাসের যুদ্ধবিরতি দিতে পারে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে এখনও ১০০ জনের বেশি ইসরায়েলি জিম্মি আছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি সরাসরি যুদ্ধ বন্ধ করবে না। তবে মার্কিন কর্মকর্তারা আশা নিয়ে বলেছেন, চুক্তিটি ইসরায়েল-হামাস সংঘাত সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে।

নিউইয়র্ক টাইমস বেশ কয়েকদিন আগে এক প্রতিবেদনে বলেছিল, বন্দিদের মুক্তির জন্য প্রায় দুই মাসের একটি যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের কাজ চলছে।

প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। সংঘর্ষের মাঝখানে সাতদিনের যুদ্ধবিরতিতে ১২১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস গোষ্ঠী। বলা হয়েছে, এখনও ১৩৬ জন জিম্মি হামাসের হাতে রয়েছেন। বাকি ৩৩ জন জিম্মি মারা গেছেন।

জানা গেছে, সাতদিনের যুদ্ধবিরতির সময় ২৪০ জন ফিলিস্তিনি কারা বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের পর এ পর্যন্ত পশ্চিম তীর থেকে অন্তত ছয় হাজার ৩০৫ জন ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরায়েল বাহিনী।



আরো পড়ুন