২৯ জুন ২০২৪, শনিবার



হিলিবন্দর দিয়ে ভারত থেকে আসছে সজনে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ এএম
হিলিবন্দর দিয়ে ভারত থেকে আসছে সজনে


৮ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। খাঁন ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এসব সজনে ডাঁটা আমদানি করে। দেশে এর চাহিদা থাকায় ভারত থেকে এসব সজনে আমদানি করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। 

আমদানিকারক খাঁন ইন্টারন্যাশনালের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর ভারত থেকে সজনে ডাঁটা আমদানি করা হচ্ছে। দেশীয় সজনে ডাঁটা এখনো বাজারে না আসায় দেশের বিভিন্ন জেলায় সজনের চাহিদা ও দাম ভালো রয়েছে। তাই আমরা ভারত থেকে আমদানি করছি। এসব সজনে বন্দর অভ্যন্তরে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি সজনের আমদানি বাবদ ২০ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। আমদানিকৃত সজনে ডানা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হচ্ছে।’ 

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘গেলো সোমবার (১৬ জানুয়ারি) প্রথমদিনে একটি মিনি ট্রাকে ভারত থেকে পৌনে ৩ টন সজনে আমদানি হয়েছে। সজনে ডাঁটা একটি কাঁচাপণ্য, তাই আমরা বন্দরের ভেতরে নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করে  দিয়েছি। শুল্কায়ন শেষে যাতে আমদানিকারকরা দ্রুত বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা করা আছে।’

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জানুয়ারি) ও মঙ্গলবার (১৭ জানুয়ারি) সজনে বোঝাই দুটি মিনি পিকআপে ভারত থেকে সাড়ে ৫ টন সজনে ডাঁটা আমদানি করা হয়। 

বুলু/এম



আরো পড়ুন