০১ জুলাই ২০২৪, সোমবার



মাদক-কাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ জুন, ২০২৪, ০১:০৬ পিএম
মাদক-কাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড


মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুযান ওরল্যান্ডো হারনানডেজকে ৪৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) আমেরিকার আদালত এই আদেশ দেন। বৃহস্পতিবার (২৭ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হন্ডুরাস থেকে আমেরিকায় কোকেন পাচারের সঙ্গে জড়িত ছিলেন এই সাবেক প্রেসিডেন্ট। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন তিনি। আমেরিকার অভিযোগ, রাষ্ট্রপ্রধান থাকাকালীন হন্ডুরাসকে একটি মাদক-রাষ্ট্রে পরিণত করেছিলেন ওরল্য়ান্ডো।

ওরল্যান্ডো আত্মপক্ষ সমর্থন করে আদালতে একজন দোভাষীর সাহায্য়ে জানিয়েছেন তিনি নির্দোষ। কিন্তু বিচারক তার অবস্থান থেকে সরেননি।  

বিচারক জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে জড়িত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই পর্বেও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক। আদালতে তিনি দারুণ অভিনয় করেছেন বলে মন্তব্য করেছেন বিচারক।  



আরো পড়ুন