০১ জুলাই ২০২৪, সোমবার



ডেসকোর চেয়ারম্যান হলেন সৈয়দ মাসুম

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ জুন, ২০২৪, ১২:০৬ পিএম
ডেসকোর চেয়ারম্যান হলেন সৈয়দ মাসুম


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে ডঃ সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র বলছে, গত ২৬ মার্চ থেকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এর আগে তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) পদে কার্যরত রয়েছেন।



আরো পড়ুন