২৬ জুন ২০২৪, বুধবার



চীন সীমান্ত থেকে ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || ১৩ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
চীন সীমান্ত থেকে ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া


রাশিয়ার পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। রোববার এসব মানুষকে সরিয়ে নেওয়া হয়।  

রোববার (১৩ আগস্ট) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, আঞ্চলিক জরুরি কর্মকর্তারা বলছেন, ক্রান্তীয় ঝড় খানুনের প্রভাবে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর এই লোকদের সরিয়ে নেওয়া হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, রাশিয়ার দূর ‘প্রিমোরি (অঞ্চল) থেকে ৪০৫ শিশুসহ ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ‘প্রিমোরি অঞ্চলের প্রায় ৫ হাজার ভবন প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা এই অঞ্চলে ১৩টি অস্থায়ী আবাসন কেন্দ্র স্থাপন করেছে।

তাস নিউজ এজেন্সি জানায়, উসুরিয়স্ক শহরের বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। খানুন এই সপ্তাহের শুরুতে কোরীয় উপদ্বীপের দিকে এগিয়ে আসার আগে জাপানে আঘাত হানে।

তাস আরও জানায়, ঝড় দক্ষিণ কোরিয়াতে তাদের জাম্বোরি ক্যাম্প সাইট থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নিতে বাধ্য করেছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন